Barak UpdatesAnalytics

মার্চের বরাক-সুরমা নাট্যোৎসব নিয়ে সোমবার গোলদিঘি মলে নাট্য আলোচনা

২৭ জানুয়ারি : আগামী ১৯ মার্চ থেকে শিলচরে শুরু হচ্ছে অরূপ চৌধুরী স্মৃতি বরাক-সুরমা নাট্যোৎসব ২০২০। এই নাট্যোৎসব আগামী ২২ মার্চ পর্যন্ত চলবে। পাঁচটি সংগঠনের এক যৌথ প্রয়াস, নাট্য সমন্বয় এই নাটক উৎসবের আয়োজন করেছে।
এ উপলক্ষে সোমবার অর্থাৎ ২৭ জানুয়ারি সন্ধে ৬টা থেকে স্থানীয় গোলদিঘি মিনিউসিপাল মলে বাতায়নের সামনে এক মনোজ্ঞ নাট্য আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনার বিষয়, ‘আমাদের নাটক এবং এই প্রজন্ম’ ।
এছাড়া এই আলোচনা শেষে নাট্য উৎসবের টিকিট ও পোস্টারের আনুষ্ঠানিক প্রকাশ হবে। এটি উন্মোচন করবেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা। ব্যতিক্রমী ও নতুন ভাবনার এই আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা
উল্লেখ্য, এই নাট্য সমন্বয়-এর আওতায় রয়েছে শহরের নামি কয়েকটি সংগঠন। এগুলো হল, দশরূপক, গণসুর, ভাবীকাল, দলছুট ও ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker