Barak UpdatesBreaking News

নতুন সিদ্ধান্ত, টিপার চলবে রাত ১২টা থেকে
Decision changed again, tipper to enter Silchar town area at midnight

৬ আগস্টঃ অত্যাবশ্যকীয় সামগ্রী এবং শাকসবজি নিয়ে আসা লরিগুলিকে রাত ১১টায় শিলচর শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সকাল ৮টা পর্যন্ত তাদের চলাচলে আপত্তি থাকবে না। টিপার চলবে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

মঙ্গলবার শিলচরের জেলাশাসকের সভাকক্ষে এ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত সহ ডিটিও, পূর্ত বিভাগের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন শিলচর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন, বরাক ভ্যালি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ। পৌরোহিত্য করেন কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি l

এই বৈঠকে মাদ্দুরি শিলচর শহরের উপর দিয়ে রাতে বেপরোয়া ভাবে এবং দ্রুত গতিতে ভারি যানবাহন চলাচলের ফলে নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেন। তবে কাছাড় বণিক সংস্থার পক্ষ থেকে বলা হয়, নির্ধারিত স্বল্প সময় রাতের বেলা ভারি যানবাহন শিলচর শহরে আসা-যাওয়ার জন্য বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে যাবতীয় অত্যাবশ্যকীয় সামগ্রী শিলচর শহরে নিয়ে আসা সম্ভব হয়ে উঠছে না। এর ফলে বিভিন্ন কাঁচামালের মূল্য দ্বিগুণ হয়ে পড়েছে। এতে ক্রেতা-বিক্রেতা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন l

এই বৈঠকে টিপার মালিকগণও আশ্বাস প্রদান করেন যে, শহর এলাকায় টিপার চলাচলের সময় তারা আরও সাবধানতা অবলম্বন করবেন। যানবাহন চলাচলের সময়সীমা বৃদ্ধি করলে তাদের ব্যাংক ঋণ পরিশোধের ক্ষেত্রে সুবিধে হবে l সকলের আবেদনের প্রেক্ষিতে জেলাশাসক শহরে ভারি যান চলাচলের সময় কড়া সুরে জানিয়ে দেন, অপরিণত বয়সের ড্রাইভার/ চালকদের পাওয়া গেলে মালিকসহ তাদের বিরুদ্ধে শিশু শ্রম আইন, এম ভি আই আইন এর অধীনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা সহ কারাবাস ভোগ করতে হবে l উপায়ুক্ত এ বিষয়ে জেলার পুলিশ সুপার এবং পরিবহন আধিকারিক কে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন ।

বৈঠকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থও নিজের অভিমত তুলে ধরেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker