NE UpdatesAnalyticsBreaking News

মন্তব্যের জন্য ফের বিতর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

২১ জুলাই : ‘পাঞ্জাবি ও জাট সম্প্রদায়ের মানুষকে শক্তিশালী আর স্বাস্থ্যবান হিসেবেই জানে সমাজ। কিন্তু বাঙালির পরিচিতি তাঁর বুদ্ধিমত্তার জন্য। এই জাতির প্রখর বুদ্ধির সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই।’ এমন মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রবিবার আগরতলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর  কথায়, ‘পাঞ্জাবীরা সর্দার। খুব শক্তিধর। বলপ্রয়োগের রোয়াব দেখিয়ে তাঁদের সঙ্গে কেউ পারবে না। কিন্তু ওঁরা খুব মোটাবুদ্ধির’। আবার হরিয়ানার জাট’দের ক্ষেত্রেও স্বাস্থ্যবান শব্দটি প্রযোজ্য। কেউ তাঁদের চ্যালেঞ্জ করেন না। এরকম পরিস্থিতি এলে ঘর থেকে বন্দুক নিয়ে বেরিয়ে আসেন জাটরা। কিন্তু বুদ্ধির দিক থেকে প্রচণ্ড তীক্ষ্ণ বাঙালি। চ্যালেঞ্জ করে এক্ষেত্রে বাঙালিকে বাজিমাত দিতে পারবে না কেউ।
এদিকে বিপ্লব দেবের এমন মন্তব্যকে অপ্রত্যাশিত ও লজ্জাজনক বলে উল্লেখ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা বলেন, বিভিন্ন সম্প্রদায় ঘিরে বিপ্লব দেবের এমন মন্তব্য পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিই স্পষ্ট করছে। বিশেষ করে পাঞ্জাবি ও শিখ ভাইদের অপমান করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি দলের হীনমন্যতা তুলে ধরছে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যে। এসব বয়ানবাজির জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে কংগ্রেস। প্রসঙ্গত, আগেও বেশ কয়েকবার নিজের মন্তব্যের দরুণ বিতর্কে জড়িয়েছেন বিপ্লব দেব। রবিবার আবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি করলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker