NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ আজমলের
৩ ডিসেম্বর : ‘মামলা দায়ের করলে একজন রাজনৈতিক নেতার গ্রাফ আরও উপরে ওঠে। যে যত পারে মামলা দায়ের করুক।’ বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করার পর এ মন্তব্য করলেন এইউডিএফ সুপ্রিমো তথা সাংসদ বদরুদ্দিন আজমলের। সেইসঙ্গে তিনি বলেছেন, কারও মনে দুঃখ দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না। তিনি বলেন, আমার মতো একজন বয়স্ক লোকের মুখ থেকে এমন কথা বের হওয়ার জন্য আমি লজ্জিত। এজন্য সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।
সাংসদ আজমলের মন্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছে আসামের রাজনীতি। কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব দলের পক্ষ থেকেই তাঁর মন্তব্যের জন্য নিন্দা জানানো হয়েছে। বিভিন্ন স্থানে সাংসদের কুশপুতুল পোড়ানো হয়েছে। রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকি আজমলের সাংসদ পদ কেড়ে নেওয়ার দাবিও উত্থাপিত হয়েছে।