NE UpdatesAnalyticsBreaking News
মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের বেতন বেড়ে ১৫০০ টাকা
১৩ অক্টোবর : পুজোর আগে মধ্যাহ্ন ভোজন কর্মচারীদের সুখবর দিল রাজ্য সরকার। রাঁধুনি ও সহায়িকাদের বেতন ৫০০ টাকা বেড়ে এখন হচ্ছে ১৫০০ টাকা। কেন্দ্র সরকার তাদের বেতন ১০০০ টাকা করে দিয়ে যাচ্ছিল। রাজ্য সরকার তা বাড়িয়ে এ বার ১৫০০ টাকা করেছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এক সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন।
১ এপ্রিল থেকে এই অতিরিক্ত বেতন কর্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ লক্ষ ১৮ হাজার ৯৯৮ জন রাঁধুনি ও সহায়িকারা উপকৃত হবেন। পুজোর আগেই এই অর্থ প্রদান করা হবে। এই অতিরিক্ত বেতনের জন্য রাজ্য সরকারের ৬০ কোটি টাকা খরচ হবে। মন্ত্রী জানান, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত অতিরিক্ত বেতনের টাকা পুজোর আগে রাঁধুনি ও সহায়িকাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। প্রসঙ্গত, সারা দেশে প্রায় ১০ কোটি শিশুকে মধ্যাহ্ন ভোজন বিতরণ করা হয়। মন্ত্রী জানান, অর্থ মন্ত্রক ইতিমধ্যেই ৩৪ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন জানিয়েছে।