NE UpdatesAnalyticsBreaking News
মণিপুরে হামলার দায় স্বীকার তিন জঙ্গি সংগঠনের
৩০ জুলাই : মণিপুরে আসাম রাইফেলসের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করল তিনটি জঙ্গি সংগঠন। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ), মণিপুর নাগা পিপলস ফ্রন্ট (এমএনপিএফ) ও আলফা স্বাধীন যুগ্মভাবে এই হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার ভোরে মণিপুরের চান্দেল জেলায় ভারত-মায়ান্মার সীমান্তে এই জঙ্গি হামলার ঘটনায় তিনজন আসাম রাইফেলসের জওয়ান প্রাণ হারান। এ ঘটনায় অন্য ৬ জন আহত হয়েছেন।
এক যৌথ বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করে স্বাক্ষর করেছে এমএনপিএফ-এর ডিফেন্স সচিব রুইচুমহাও, পিএলএ-র চিফ অব আর্মি স্টাফ এম এম নগৌবা, আলফা স্বাধীনের চিফ অব আর্মি স্টাফ তথা ভাইস চেয়ারম্যান পরেশ বরুয়া। এই বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে সম্প্রসারণবাদ যুগের অবসান ঘটেছে, যদিও ভারতীয় সম্প্রসারণবাদের অবসান ঘটেনি। সারা বিশ্ব যখন সম্প্রসারণবাদের বিরুদ্ধে মন স্থির করে নিয়েছে, সেসময় পশ্চিম দক্ষিণপূর্ব এশিয়ার লোকজন ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ভারতীয় সাম্রাজ্যবাদ তথা সম্প্রসারণের বিরুদ্ধে সংগ্রামের অংশ হিসেবে এমএনপিএফ, আরপিএফ ও আলফা স্বাধীনের এক যৌথ সামরিক শক্তি গত ২৯ জুলাই ভারতীয় দখলদারি শক্তির বিরুদ্ধে মণিপুরে আক্রমণ চালায়।