India & World UpdatesAnalytics
ভ্যাকসিনের অভাব নেই, জুনের মধ্যেই কোভিশিল্ডের ১০ কোটি ডোজ
৩১ মে : করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার কোভিশিল্ড বর্তমানে চিকিৎসায় যথেষ্ট আশার আলো দেখিয়েছে। ভারতের পুনেতে থাকা সেরাম ইনস্টিটিউটের উদ্যোগে এই কাজ পূর্ণগতিতে চলছে। বর্তমানে দেশে ভ্যাকসিনের অভাব থাকলেও কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এই সময়ে পুনের সেরাম ইনস্টিটিউটও ঘোষণা করেছে যে, জুন মাসের মধ্যেই তারা কোভিশিল্ডের ১০ কোটি ডোজ প্রস্তুত করবে।
জানা গেছে, এ কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠিও পাঠিয়েছে সেরাম। এই চিঠিতে বলা হয়েছে, এই কোভিড মহামারির সময় প্রতিষ্ঠানের সময় কর্মী দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন। সেরামের এক শীর্ষ আধিকারিক প্রকাশ কুমার সিং ওই চিঠিতে বলেছেন, ভ্যাকসিনের অভাব দূর করার জন্য সেরাম প্রতিজ্ঞাবদ্ধ। জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ১০ কোটি ডোজ সেরাম দেশবাসীর জন্য প্রস্তুত করবে বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, মে মাসে সেরাম ৬ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করেছিল।