Barak UpdatesAnalyticsBreaking News
ভাষা শহিদ স্টেশনে ঊনিশের অনুষ্ঠান শুরু
প্রথম দিন মঞ্চ উতসর্গ ঊনিশের সহযোদ্ধা প্রয়াত সুদর্শন গুপ্তের নামে
ওয়ে টু বরাক, ১৮ মে ঃ ঊনিশে মে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বারও তিন দিনব্যাপী টানা কর্মসূচি হাতে নিয়েছে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। মূলত ১৮ মে থেকেই সমিতির অনুষ্ঠান শুরু হয়েছে শিলচর রেল স্টেশনের শহির বেদী প্রাঙ্গণে। ১৮ মে মূল মঞ্চটি উতসর্গ করা হয়েছে ‘উনিশের সহযোদ্ধা’ রাধামাধব কলেজের অধ্যাপক তথা ওয়ে টু বরাকের অন্যতম প্রতিষ্ঠাতা সুদর্শন গুপ্তের স্মৃতিতে। এ দিন দুপুর ২টা থেকেই শুরু হয় দেওয়াল ও পথ আলপনা, অঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা।
আসলে এ দিনের পুরো অনুষ্ঠানটিকে ‘ঊনিশের রবীন্দ্রনাথ’ শিরোনামে রাখা হয়েছে। ফলে সন্ধ্যা সাড়ে ৬টা থেক রয়েছে রবীন্দ্র ভাবনায় স্থানীয় শিল্পীদের অনুষ্ঠা। এরপর ঊনিশে সমবেত রবীন্দ্রসঙ্গীত বিভাগে রয়েছে গীতিবাদ্য সঙ্গীত বিদ্যালয়, কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থা ও পারমিতা সঙ্গীতালয়ের অনুষ্ঠান। তার ঠিক পরেই রয়েছে উনিশের ছন্দে নৃত্যাঞ্জলি অ্যাকাডেমির অনুষ্ঠান। কলকাতা থেকে আসা বাচিক শিল্পী সেলিম দুরানি বিশ্বাসের অনুষ্ঠানও রয়েছে সন্ধ্যায়। এরপর একই মঞ্চে রয়েছে বাংলাদেশ থেকে আসা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহার অনুষ্ঠান। ধর্মনগরের লোকনাট্যম উপহার দেবে কবিতা গান ও মাইম। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
একইভাবে ১৯ ও ২০ মে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির উদ্যোগেও নানা কার্যসূচি রয়েছে।