Barak UpdatesHappeningsBreaking News
চলে গেলেন উধারবন্দ ডিএনএইচএসের অধ্যক্ষা সংযুক্তা ভট্টাচার্য
১০ জানুয়ারিঃ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন উধারবন্দের বিশিষ্ট নাগরিক তথা ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা সংযুক্তা ভট্টাচার্য (মুকু)। শনিবার বেলা তিনটার সময় তিনি শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিসে ভুগছিলেন । ঠিক একবছর আগে গত বছরের ৯ জানুয়ারি তিনি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন৷ চলতি বছরের এপ্রিলে চাকরি থেকে অবসর নেবার কথা ছিল তাঁর৷ কিন্তু এর আগেই চিরবিদায় নিলেন। রেখে গেলেন স্বামী কাঁচাকান্তি বিদ্যামন্দিরের অ্যাকাডেমিক ডিরেক্টর হরিহর চক্রবর্তী, একমাত্র সন্তান বিশ্বময় সহ দুই বোন, অনেক আত্মীয়স্বজন সহ গুণমুগ্ধদের। সংযুক্তাদেবীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরি হয় পরিচিত মহলে। সবাই ছুটে যান তাদের ডায়েট রোডস্থিত বাসভবনে। শনিবার রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় উধারবন্দ শ্মশানে।
ধর্মপ্রাণা সংযুক্তাদেবী সক্রিয় ভাবে জড়িত ছিলেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ পাঠ মন্দির সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে। সেবামূলক যে কোনও কাজে যথাসাধ্য সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিতেন। তাঁর পিতা প্রয়াত মণীন্দ্রনাথ ভট্টাচার্যও শিক্ষকতা করেছেন ডিএন স্কুলে। ইতিহাসে এমএ সংযুক্তাদেবী সাংস্কৃতিক ক্ষেত্রেও বিভিন্ন মূল্যবান পরামর্শ দিতেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন তাঁর সহকর্মী শিক্ষক-শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীরা। শোক জানিয়েছে উধারবন্দ সাংবাদিক মঞ্চ, মাতৃভাষা ঐক্যমঞ্চ, ক্লাব রেনেসাঁ, বিবেকানন্দ পাঠ মন্দির , রামকৃষ্ণ সারদা সেবা সমিতি, বিবেকানন্দ পাঠদান কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন।