Barak UpdatesAnalyticsBreaking News
ভারতীয় সংস্কৃতির মোড়কে ইংরেজি বছরকে স্বাগত জানাতে এ বারও শিলচরে গানমেলা
ওয়ে টু বরাক, ২৭ ডিসেম্বর : নতুন করে করোনাতঙ্কের মধ্যেই বিদায় নিচ্ছে ২০২২। হাতেগোনা চার দিন পরই নতুন ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দুনিয়া। সঙ্গে তৈরি হচ্ছে শিলচরও। গত কয়েক বছরের রীতি অনুযায়ী এ বারও পুরনো বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিন মিলে আয়োজন করা হচ্ছে গানমেলা। এ বার এই গানমেলা ১২ বছরে পা দিয়েছে। সমকাল ও স্বরলিপির উদ্যোগে গঠন করা প্রথম গানমেলা কমিটি এ বারও বহাল রয়েছে৷ শিবব্রত দত্ত সভাপতি, অরিন্দম ভট্টাচার্য কার্যকরী সভাপতি, অরুন্ধতি দত্তরায় ও গোরা রায় যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানান, ৩১ জানুয়ারি সকাল ১০টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গানমেলার সূচনা করবেন প্রবীণ সেতারবাদক রতন বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে বিশেষ সম্মান জানানো হবে। সম্মানিত অতিথি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেবরায় ।
আয়োজকরা বলেন, প্রথমদিন সকাল ১০টায় উদ্বোধনের পর অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত।ঠিক ১২টায় গানে গানে কেক কেটে ২০২৩ সালকে স্বাগত জানানো হবে। পরদিন আবার সকাল ১০টায় গানের অনুষ্ঠান শুরু হবে।
তাঁরা আশা করেন, এ বছর ৩০০-র বেশি শিল্পী যোগদানের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৫০-র বেশি একক শিল্পী৷ দল ২০টি৷ শিলচর ছাড়াও করিমগঞ্জ থেকেও এ বার কয়েকজন শিল্পী আসছেন। তবে কমিটি এ বছর নতুন প্রজন্মের শিল্পীদেরই বেশি প্রাধান্য দেবে। প্রথমদিন সকালে শিশুদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী কর্মসূচি হিসাবে এই বছরে সন্ধ্যায় কীর্তন হবে৷ তবে শোভাযাত্রাকে এ বার বাদ দেওয়া হয়েছে৷
নতুন ইংরেজি সালকে বরণ করতে গিয়ে প্রতি বছরই শহরজুড়ে পাশ্চাত্য সংস্কৃতির মোড়কে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এভাবে আমাদের নতুন প্রজন্ম ভারতীয় সংস্কৃতি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সেই ভাবনা থেকেই সমকাল ও স্বরলিপি এই অনুষ্ঠানের সূচনা করে। এই অঞ্চলের শিল্পী ও উৎসাহীদের আগ্রহে তা এগিয়ে চলছে।
সাংবাদিক সম্মেলনে উল্লিখিত পদাধিকারীরা ছাড়াও উপস্থিত ছিলেন শাখী ভট্টাচার্য, বাপী রায়, ভাস্কর দাস, পাঞ্চালী দত্ত, ঝর্ণা শর্মা প্রমুখ৷