India & World UpdatesAnalytics
ভারতীয় বংশোদ্ভুত কৃষ্ণমূর্তি আমেরিকায় হাউস অব রিপ্রেজেন্টেটিভ
৪ নভেম্বর : ভারতীয় বংশোদ্ভুত ডেমোক্র্যাটিক কংগ্রেস ম্যান রাজা কৃষ্ণমূর্তি তৃতীয় বারের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হলেন। দিল্লিতে জন্ম নেওয়া কৃষ্ণমূর্তির বয়স ৪৭ বছর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেটিয়াল পার্টির প্রার্থীর থেকে প্রায় ৭১ শতাংশ ভোট বেশি পেয়েছেন। সব ভোট গোনা না হলেও এতটা এগিয়ে থাকার কারণে বলাই যায়, এ বারেও নির্বাচিত হতে চলেছেন তিনি। ২০১৬ সালে প্রথমবারের জন্য নির্বাচিত হন তামিলনাড়ুর সন্তান কৃষ্ণমূর্তি।
রাজা কৃষ্ণমূর্তি ছাড়াও আমি বেরা লড়ছেন ক্যালিফোর্নিয়া থেকে, লড়ছেন আর ও খান্না। কংগ্রেস উওম্যান প্রমিলা জয়পাল ওয়াশিংটন থেকে তৃতীয় বারের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত হতে লড়ছেন ওয়াশিংটন প্রদেশ থেকে। এই আসনগুলিতে এখনও পুরোপুরি ফল প্রকাশিত হয়নি। অ্যারিজোনা থেকে লড়ছেন ডক্টর হিরাল তিপিরনেনি, টেক্সাসে জিততে পারলেও রিপাবলিকান পার্টির ট্রয় নেহালসকে ভাল লড়াই দিয়েছেন কুলকার্নি।
ভোট গণনা যতই এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। এ দিকে এবারের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর নিরিখ ট্রাম্প শিবিরের থেকে অনেকটাই এগিয়ে জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। এ দিকে উপরাষ্ট্রপতি পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে দাঁড় করিয়ে ইতিমধ্যেই মোক্ষম চাল দিয়েছে বাইডেন শিবির। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ পেলে তবেই জানা যাবে ডেমোক্র্যাটসদের গোলে আদপেও কতটা ধরাশায়ী হল ট্রাম্প শিবির।