Barak UpdatesBreaking News
ব্যালট ছাপা হয়নি, করিমগঞ্জে পুনর্নির্বাচন পিছিয়ে গণনার সঙ্গেBallot not printed, Re-poll postponed to Wednesday
১১ ডিসেম্বরঃ পুনর্নির্বাচনও পিছিয়ে গেল করিমগঞ্জে। কারণ ব্যালট পেপার ছাপা হয়নি। মঙ্গলবার ২৪ বুথের ভোটকর্মীরা নিজেদের বুথে পৌঁছে যান। দাঁড়িয়ে থাকতে হয় ১৫ বুথের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের।
শেষে জানিয়ে দেওয়া হয় প্রেস থেকে ব্যালট পেপার আসেনি। তাই এ দিন ভোটগ্রহণ সম্ভব নয়। ফের ভোট নেওয়া হবে বুধবার। সে দিনই রাজ্যের অন্যত্র পঞ্চায়েত ভোটের গণনা শুরু হচ্ছে।
বুধবার পুনর্নির্বাচন হবে মোট ১৬ ভোটকেন্দ্রে। ১৫ বুথের ব্যালট পেপার ছাপা হয়নি। অন্য এক বুথে মঙ্গলবার ব্যালট পেপার নিয়ে গেলেও চিহ্নের গোলমাল ধরা পড়ে। যদিও সরকারি তরফে এই কথা স্বীকার করা হয়নি। তাঁদের যুক্তি, দেরিতে ভোটকর্মীরা যাওয়ায় ভোটাররা তাঁদের ফিরিয়ে দেন।
English text here