Barak UpdatesSportsBreaking News
দায়িত্ব নিলেন ডিএসএ-র নতুন সচিব বিজেন্দ্র প্রসাদ
DSA: New Secretary Bijendra Prasad assumes charge

২৬ নভেম্বর : মঙ্গলবার ঘরোয়া পরিবেশে দায়িত্ব নিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। এ দিন তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে চাবির গোছা ও ফাইলপত্র তুলে দেন বিদায়ী সচিব সুবিমল ধর। পরে নতুন সভাপতিকে তাঁর কক্ষে নিয়ে যান উপস্থিত সবাই। সচিবের আসনে বসে বিজেন্দ্র প্রসাদ বলেন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে খেলাধুলোর মানোন্নয়নে কাজ করে যাবেন। তিনি সবাইকে ভোটের হারজিতের প্রসঙ্গ ভুলে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বলেন, তিনি সঠিক সময়ে ডিএসএ-র নির্বাচন করাতে সচেষ্ট থাকবেন।
পুনরায় নির্বাচিত ডিএসএ সভাপতি বাবুল হোড়ও এ দিন নতুন সচিবকে অভিনন্দন জানান। দায়িত্ব হস্তান্তরের এই অনুষ্ঠানে ডিএসএ-র আজীবন সদস্য বাদল দে, সুজিত দত্তগুপ্ত, অভিজিত এন্দো, নিরঞ্জন রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন।