Barak Updates

বোন হিসেবে হাইলাকান্দিবাসীর উদ্দেশে আবেদন জানালেন জেলাশাসক

১৪ মেঃ শুধু জেলাশাসক বা আইএএস অফিসার হিসেবে নন, একজন বোন হিসেবে হাইলাকান্দির জনসাধারণের উদ্দেশে শান্তি-সম্প্রীতি রক্ষার আর্জি জানিয়েছেন। তাঁর আবেদন হুবহু এখানে দেওয়া হল।

শ্রদ্ধেয়  নাগরিকবৃন্দ,

আপনারা নিশ্চয় অবগত আছেন যে ,বর্তমানে হাইলাকান্দি জেলা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে  যাচ্ছে I  আমি আপনাদের  অনুরোধ করছি, আপনাদের অন্তরাত্মা থেকে  জেলায় শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন ও কুচক্রীদের অপচেষ্টাকে ব্যর্থ  করুন।
আমি আবেদন জানাই,  জেলায় ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে কাজ করুন যাতে জেলা প্রশাসন হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে I
আমি এও উপলব্ধি করতে পারছি যে, কার্ফু জারি হওয়ায় আপনাদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । আমি অঙ্গীকার করছি, এটি একটি অস্থায়ী পদক্ষেপ I শুধুমাত্র  অসামাজিক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে I
এই প্রসঙ্গে আমি আপনাদের ব্যক্তিগতভাবে অসহিষ্ণুতা ও ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুরোধ করছি I  কিছু অপশক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা  করছে। আমি আপনাদের ওইসব অপশক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে এবং দেশবাসীর সম্মুখে  বৈচিত্র্যের মধ্যে একতার এক নিখুঁত উদাহরণ স্থাপন করার আহবান জানাই I
আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ Facebook/Whatsapp-এ  যে কোনও অপপ্রচার দেখলে অযথা বিশ্বাস করবেন না। আবেগিক  না হয়ে প্রথমে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনুন। জেলা প্রশাসন সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোর উপর নজরদারি রাখছে এবং তা অব্যাহত থাকবে I কোনও বিতর্কিত পোস্ট দেখলে আমাদের কন্ট্রোল রুম নং: ০৩৮৪৪-২২৩৩৭৭ / ১০৭৭ বা পুলিশ কন্ট্রোল রুম নং: ১০০ / ০৩৮৪৪-২২২২৫৩/২২৪৫৯৫-এ যোগাযোগ করে রিপোর্ট করুন  যাতে জেলা প্রশাসন সঠিক সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে ।
আমি আপনাদের আবারও আশ্বস্ত করছি, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে  মোকাবিলা করার জন্য জেলায় পর্যাপ্ত পুলিশ, আধাসামরিক ও সামরিক  বাহিনী মোতায়েন রয়েছে I প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা শিশু, মহিলা, প্রবীণ নাগরিক সহ সকলের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এজন্য জেলা প্রশাসন দিন-রাত কাজ করে চলছে I আমি নিশ্চয়তা দিচ্ছি, সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের   বিরুদ্ধে  আইনের বিধান অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আবারও, আমি জেলায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করছি । আসুন, আমরা সবাই একত্রিত হই এবং অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াই যাতে করে আমাদের এই জেলায় আগামী দিনে শান্তি, প্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকে I মনে রাখবেন – ” একতাই বল, বিভেদেই পতন” I
জয় হিন্দ।
আপনাদেরই বোন

কীর্তি জালি, আইএএস
জেলা উপায়ুক্ত
হাইলাকান্দি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker