Barak UpdatesAnalyticsBreaking News
বেতুকান্দিতে ১৪৪ ধারা, ১০০ মিটারের মধ্যে ৪ জনের বেশি একসঙ্গে নয়
ওয়ে টু বরাক, ১৭ জুন ঃ গত বছর বরাকের জল শিলচর শহরকে প্লাবিত করার মূলে ছিল বেতুকান্দি বাঁধ। রাতের অন্ধকারে কে বা কারা এই বাঁধটি কেটে দিয়েছে বলে মুখে মুখে ফিরেছে খবর। সাধারণ মানুষ এ নিয়ে প্রশাসনকে দোষারূপ করতে ছাড়েননি। ভুক্তভোগী মানুষের মতামত ছিল, প্রশাসন আগে থেকেই ব্যবস্থা নিলে কোনও দুষ্কৃতী এমন কাজ করতে পারত না। পরে অবশ্য জেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছিল।
ফলে এ বার শিলচর শহর জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিতেই আগেভাগে নড়েচড়ে বসেছে প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করা এক নির্দেশে বেতুকান্দি স্লুইস গেট সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, বেতুকান্দি এলাকায় স্লুইস গেটের ১০০ মিটারের মধ্যে ৪ জনের বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে বাঁধের ওপর দিয়ে গাড়ি নিয়ে চলাচল করা যাবে। কিন্তু বাঁধের ওপর কোনও গাড়ি রেখে দেওয়া যাবে না। এক্ষেত্রে কোনও জরুরি বিষয় হলে পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি নিতে হবে।
ওই নির্দেশে ১৪৪ ধারা জারি করার কারণ হিসেবে বলা হয়েছে, চলতি বর্ষার মরশুমে প্রচণ্ড বৃষ্টিতে বেতুকান্দি স্লুইস গেট সংলগ্ন এলাকায় মাটি ধসে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন হলে তা অবশ্যই জীবন-সম্পত্তির জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। ফলে এই এলাকায় বেশি মানুষের উপস্থিতি মোটেই কাম্য নয়।