Barak UpdatesAnalyticsBreaking News
বৃহস্পতিবার এসো বলির প্রতিষ্ঠা দিবসে তাৎক্ষণিক প্রতিযোগিতা
ওয়ে টু বরাক, ১১ জানুয়ারি : পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচরের সংগঠন এসো বলি আগামীকাল বৃহস্পতিবার তাতক্ষণিক প্রতিযোগিতার আয়োজন করেছে। বঙ্গ ভবনের কনফারেন্স হলে বিকেল তিনটে থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে। স্পিচ, রাইটিং, ড্রয়িং অর্থাৎ বক্তৃতা, রচনা ও আকাঁ এই তিনটি বিভাগে প্রতিযোগিতা থাকবে। বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় তিনটি ক্যাটেগরি রাখা হয়েছে। প্রথম ক্যাটেগরিতে পঞ্চম থেকে অষ্টম, দ্বিতীয় ক্যাটেগরিতে নবম থেকে দ্বাদশ এবং তৃতীয় ক্যাটেগরিতে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা অংশ নিতে পারবে। তবে এই দুটি বিভাগে আগে থেকে কোনও টপিক দেওয়া হয়নি। প্রতিযোগিতার সময় তাতক্ষণিকভাবে টপিক দেওয়া হবে। ভাষার মাধ্যম হবে বাংলা, ইংরেজি ও হিন্দি।
ড্রয়িং প্রতিযোগিতায়ও রয়েছে তিনটি ক্যাটেগরি। প্রথম ক্যাটেগরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি, দ্বিতীয় ক্যাটেগরিতে পঞ্চম থেকে অষ্টম এবং তৃতীয় ক্যাটেগরিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা যোগ দিতে পারবে। এক্ষেত্রে অবশ্য বিষয় আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম ক্যাটেগরিতে বিষয় মাই ইন্ডিয়া, দ্বিতীয় ক্যাটেগরির বিষয় রুরাল ইন্ডিয়ান লাইফ এবং তৃতীয় ক্যাটেগরিতে ইন্ডিয়া ২০২৩।
এছাড়া প্রতিযোগিতা শেষ হলে সন্ধ্যা ৬টা থেকে থাকবে বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং এরপর সবাইকে নিয়ে একটি জমজমাট আড্ডা হবে। এই আড্ডার বিষয়, স্বামী বিবেকানন্দ ও আজকের প্রজন্ম। ইচ্ছুকদের এতে অংশগ্রহণ করার জন্য এসো বলির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।