NE UpdatesAnalyticsBreaking News
বিসর্জনের ৪৮ ঘণ্টার মধ্যে জল থেকে তুলে আনতে হবে প্রতিমার অবশিষ্টাংশ, জানাল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
গুয়াহাটি, ৬ অক্টোবর : দুর্গা পূজার প্রাক্কালে বেশ কিছু নির্দেশনা জারি করেছে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অতিরিক্ত মুখ্য পরিবেশ বাস্তুকার গোকুল ভূঁইয়া জানিয়েছেন, আসাম ওয়াটার প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর অধীনে পুজো কমিটিগুলিকে বেশ কিছু নির্দেশ মানতে হবে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত রয়েছে এই নিয়মগুলো।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে ইকো ফ্রেন্ডলি পুজো আয়োজনের আহ্বান জানানো হয়েছে। বায়ু প্রদূষণ রোধে যানবাহনের ক্ষেত্রে থাকবে বিশেষ শর্তাবলী। প্রতিমা নির্মাণ ও পুজোর সময় কেবল পরিবেশ বান্ধব সমগ্রী ব্যবহার করা যাবে। প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কোনও ধরনের রাসায়নিক সামগ্রী ব্যবহার করা যাবে না। মূর্তি শুধুমাত্র মাটি দিয়েই নির্মাণ করতে হবে। সঙ্গে কোনও ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার না করতে বলা হয়েছে।
এ দিকে, প্রতিমা নিরঞ্জনের পরও পুজোর আয়োজকদের প্রতি নির্দেশ রেখেছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বলা হয়েছে, নিরঞ্জনের ৪৮ ঘন্টার মধ্যে প্রতিমার যে অবশিষ্টাংশ জলাশয় পড়ে থাকবে সেগুলো তুলে আনতে হবে। এই কাজটুকু করলে জল দূষণের মাত্রা রাস পাবে।
এছাড়া বিসর্জনের জন্য নির্ধারণ করা ঘাটে দিন ক্যাটেগরিতে জলের গুনাগুন পরীক্ষা করা হবে।প্রতিমা বিসর্জনের আগে, বিসর্জনের সময় এবং প্রতিমা নিরঞ্জনের পর সংশ্লিষ্ট ঘাটের জল পরীক্ষা করে দেখা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।