Barak UpdatesAnalyticsBreaking News
বিশ্ব ভ্রাতৃত্ব দিবসে মনোজ্ঞ আলোচনা, ক্যুইজ প্রতিযোগিতা আসাম বিশ্ববিদ্যালয়ে
ওয়ে টু বরাক, ১১ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের এনএসএস এবং ওয়ার মিউজিয়াম কমিটির ব্যবস্থাপণায় বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উদযাপন করা হয়। মূলত এদিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গঙ্গাভূষণ ও জয়শ্রী দে বিশেষ উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেন। তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ আলোচনা নিয়েই ছিল এদিনের অনুষ্ঠান।
যুগপুরুষ স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার চিকাগো শহরে যে বক্তৃতা প্রদান করেছিলেন তার ১৩০ বছর পূর্তি উপলক্ষে এদিনের মনোজ্ঞ আলোচনা হয় এবং এতে ছাত্র ছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অংশগ্রহণ করে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শিলচর শাখার কো-অর্ডিনেটর রসরাজ দাস। মূলতঃ দুটি বিষয় ‘সার্বজনীন ব্যক্তিত্ব’ এবং ‘সার্বজনীন ধর্ম’ এর উপর বক্তব্য রাখেন তিনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মানুষের মধ্যে দেবত্বের প্রকাশ হতে লাগে, বলেন রসরাজ দাস। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর গঙ্গাভূষণ, প্রফেসর ঐত্রী দেশমূখ্য, পাব্লিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ কবিতা সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর জয়শ্রী দে।