Barak UpdatesCultureBreaking News
বিশ্ব নাট্য দিবসে ভাবীকাল করল ‘মহানির্বাণ’
ওয়েটুবরাক, ২৮ মার্চ : ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে ২৭ মার্চ দিনটি বিশ্ব নাট্য দিবস হিসেবে পালিত হয়। শিলচরও এর ব্যতিক্রম নয়৷ নাটক করেই দিনটি উদযাপন করল এখানকার ব্যতিক্রমী নাট্য সংগঠন ভাবীকাল। এক অভিনব পরীক্ষামূলক প্রযোজনা হিসেবে এরা এই বিশেষ দিনে রতনকুমার দাস রচিত “মহানির্বাণ” নাটকটি মঞ্চায়ন করে। প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের সেই নাটকটি সেদিন অর্থাৎ গত শনিবার সন্ধ্যায় শিলচর চিলড্রেন পার্কে অভিনীত হয়। নির্দেশনায় ছিলেন ভাবীকালের নির্দেশক শান্তনু পাল এবং সহকারী নির্দেশনায় কলকাতা থেকে আগত আমন্ত্রিত নাট্য প্রশিক্ষক সেঁজুতি বাগচী । বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুব্রত রায়, নেহাল ভট্টাচার্য, স্বাগতম রায়, সৌম্য দাস, কাবেরী রায়, শুচিস্মিতা দেব, প্রবীর দাস, রঞ্জন দাস, শৌভিক পুরকায়স্থ, অনুপম সিনহা, দ্রোহদীপ ভট্টাচার্য, অমিতা পাল, নিশান্ত সিনহা, আলবাব রাজা চৌধুরী, জর্জ পাল, সূর্যাংশু নাথ, সুপ্রিয়া সিনহা, দেবীস্মিতা দাস, শ্রীপলি দেব, অবন্তিকা ভৌমিক, অদিতি ধর, মীরা দাস, শ্রমনা দেব এবং শান্তনু পাল ।
নেপথ্যে সঙ্গীত পরিকল্পনা ও প্রক্ষেপণে ছিলেন সায়ন্তনী মিঠি পাল, আলোক সজ্জায় সেঁজুতি বাগচী। তাঁকে সহযোগিতা করেন রঞ্জিত সিনহা এবং সেই প্রযোজনার কার্য নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন পল্লব ভট্টাচার্য । নাটক মঞ্চায়নের পরিসমাপ্তিতে শান্তনু পাল ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রাণালয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শান্তনুবাবু জানান, তাঁদের আর্থিক সহযোগিতাতেই সার্বিক ও সফল ভাবে মঞ্চায়িত হয়েছে নাটক “মহানির্বাণ”।