India & World UpdatesAnalyticsBreaking News

বিশ্ব ক্ষুধা সূচকে ৬ ধাপ নেমে ভারত এখন ১০৭ নম্বরে

১৬ অক্টোবর ঃ গ্লোবাল হাংগার ইনডেক্স ২০২২-এ ভারতের স্থান ১২১টি দেশের মধ্যে ১০৭। প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ ও নেপালের থেকেও পেছনে রয়েছে ভারত। গত বছর এই হাংগার ইনডেক্স-এ ভারতের স্থান ছিল ১০১। গ্লোবাল হাংগার ইনডেক্স ওয়েবসাইটে বলা হয়েছে চীন, তুরস্ক ও কুয়েত সহ মোট সতেরোটি দেশে ইনডেক্স ৫ এর থেকে কম নম্বর নিয়ে শীর্ষস্থানে রয়েছে। কংগ্রেস সাংসদ পি চিদাম্বরম এই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আট বছরে ২০১৪ সাল থেকে গ্লোবাল হাংগার ইনডেক্স-এ দেশের নম্বর আরো নিম্নগামী হয়েছে। টুইটারে তিনি প্রশ্ন তুলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী অপুষ্টি, ক্ষুধা ও শিশুদের মধ্যে স্বাস্থ্যজনিত যে অবনতি হয়েছে সেইসব প্রকৃত সমস্যার সমাধান কবে করবেন?

Rananuj

আইরিশ সহায়ক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মান সংগঠন ওয়েল্ট হাংগার লাইফ যৌথভাবে এই প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে ভারতের ক্ষুধার সূচক গুরুতর বলে অভিহিত করা হয়েছে। তাছাড়া ভারতের গ্লোবাল হাংগার ইনডেক্স নম্বরও ২০০০ সালের ৩৮.৮ থেকে নেমে ২০১৪ ও ২০২২এর মধ্যে ২৮.২ থেকে ২৯.১-এ হ্রাস পেয়েছে। ভারত এই তালিকার ১০০ নম্বর স্থানে নেমে আসার পর সরকার বিগত বছরের প্রতিবেদনের সমালোচনা করেছিল। একে বিস্ময়কর ও বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন বলেও উল্লেখ করেছিল। এমনকি গ্লোবাল হাংগার ইনডেক্স গণনা করার যে পদ্ধতি সেটিকেও অবৈজ্ঞানিক বলে অভিহিত করা হয়েছিল।

এই তালিকা অনুসারে শ্রীলঙ্কা ৬৪ নম্বরে, নেপাল ৮১, বাংলাদেশ ৮৪ ও পাকিস্তান ৯৯ নম্বরে রয়েছে। এরা সবাই ভারতের উপরে রয়েছে। তবে আফগানিস্থান ছাড়া ভারতের নিচে রয়েছে জাম্বিয়া, লাইবেরিয়া, নাইজার, হাইতি, চাদ, কঙ্গো, মাদাগাস্কর ও ইয়েমেনের মতো দেশ। অবশ্য সোমালিয়া, সিরিয়া, সুদান ও গিনির মতো ১৫টি দেশকে তালিকার বাইরে রাখা হয়েছে। বলা হয়েছে, এই দেশগুলোর পর্যাপ্ত তথ্য এসে পৌছয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker