Barak UpdatesAnalyticsBreaking News
৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি এ বারও ডিএসএ-তে গানমেলা
ওয়ে টু বরাক, ১০ ডিসেম্বর : প্রতি বছরের মতো চলতি বছরের ৩১ ডিসেম্বর ও আগামী বছরের ১ জানুয়ারি স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার সামনে গান মেলা অনুষ্ঠিত হবে। দেখতে দেখতে গুটি গুটি পায়ে গানমেলা এ বার ১৪ বছরে পা দিল। সবার আশীর্বাদ ও ভালবাসা নিয়ে সমকাল ও স্বরলিপি যৌথভাবে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। বাংলা গানের এই অনুষ্ঠান শুধু শিলচর শহর নয়, বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকেও এতে শিল্পীরা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে শিলচরের শিল্পী ও সংগঠক ভাস্কর দাস জানান, এই গানমেলা শুধু নিছক গান মেলা নয়, এখানে অনেক নতুন প্রতিভার জন্ম হয়। এছাড়া যারা অনুষ্ঠান করতে পারছেন না বা ভাল মঞ্চ পাচ্ছেন না তাদের এই জায়গাতে এনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি এবারও থাকবে বাউল গানের বিশেষ অনুষ্ঠান। তিনি সবাইকে এই অনুষ্ঠানে সামিল হয়ে একে সুন্দর ও সার্থক করে তোলার অনুরোধ জানিয়েছেন।