India & World Updates
নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়ে ভোটদানের সময় ১ ঘণ্টা কম
১০ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর-পূর্বের ৩টি রাজ্য এক ঘন্টা করে কম ভোটদানের সময় পাচ্ছে। নাগাল্যান্ড, মণিপুর ও মেঘালয়ে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার জন্য এবং অন্যান্য কারণে ভোটদানের সময় রাখা হয়েছে ৯ ঘন্টা। তবে উত্তরপূর্বের বাকি ৫ রাজ্যে ভোটদানের সময় সাধারণ সূচি অনুযায়ী ১০ ঘন্টাই থাকবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী তিন রাজ্যে ভোটদান পর্ব শুরু হবে সকাল ৭টায় এবং তা শেষ হবে বিকেল চারটায়। অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, সিকিম ও ত্রিপুরায় ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নাগাল্যান্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক অভিজিত সিনহা জানিয়েছেন, সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হওয়াই ৯ ঘণ্টা ভোটের প্রধান কারণ। ৭টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ বেশ কয়েক বছর থেকেই চলছে। আর অন্য কারণ হিসেবে তিনি দুর্গম স্থানে পাহাড়ি অঞ্চলে ভোটকেন্দ্র থাকার কথা উল্লেখ করেছেন।
গত মাসে নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি সুমিত মুখোপাধ্যায়ের ইস্যু করা নির্বাচনী বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটদান পর্ব শেষ হওয়ার সময় বিভিন্ন রাজ্যে আলাদা রয়েছে। রাজ্য অনুসারে এই সময় ৪টা, ৫টা ও ৬টা উল্লেখ করা হয়েছে। তবে উত্তর পূর্বের বেশিরভাগ রাজ্যেই প্রথম পর্যায়ে ভোটগ্রহণ করা হবে। তবে ত্রিপুরা ও মণিপুরে দ্বিতীয় পর্যায়েও ১৮ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, দেশের অন্য রাজ্যের তুলনায় উত্তর পূর্বে আগে সূর্যোদয় হয়। ফলে সূর্যাস্তও হয় ৬০-৭০ মিনিট আগে।