Barak UpdatesSportsBreaking News
বিপিএল শুরু ১০ মার্চ
ওয়েটুবরাক, ৮ মার্চ: এবারও বরাক প্রিমিয়ার লিগ করছে শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব। আসরের চতুর্থ সংস্করণ শুরু হচ্ছে আগামী ১০ মার্চ। এবার স্পনসর করছে মোরগানিক। তবে কয়েকটি অ্যাসোসিয়েটেড স্পনসরও রয়েছে। প্রতিযোগিতাকে সুষ্ঠু ও আকর্ষণীয় করতে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।
এবার নয়টি দল বরাকের। দুটি দল তিনসুকিয়া ও গুয়াহাটির। চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়া পাচ্ছে আশি হাজার টাকা। আর রানার্স পাচ্ছে চল্লিশ হাজার টাকা। ম্যান অব দ্য ফাইনাল , সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের পুরস্কার থাকছে। প্রতিটি ম্যাচে থাকছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এবারের আসরেও তারকার ছড়াছড়ি থাকছে। প্রায় সব দলেই থাকছে রনজি খেলোয়াড়।
সাংবাদিক বৈঠকে ভেটারেন ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন মরগানিক কোম্পানির পক্ষ থেকে দেবাংশু শর্মা। আনুমানিক বাজেট সাড়ে তিন লক্ষ টাকা। গুয়াহাটি ও তিনসুকিয়ার দলের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে আয়োজক সংস্থা। ফাইনালে অতিথি হিসেবে এসিএ সচিবকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার সকালে এক সাংবাদিক বৈঠক করে এসব তথ্য জানান বিজেন্দ্রপ্রসাদ সিং, নিরঞ্জন দাস ও হিমাদ্রীশেখর দাস।