Barak UpdatesHappeningsBreaking News
রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কাছাড় জেলার ভোটার তালিকার খসড়া প্রকাশ
ওয়েটুবরাক, ২৯ অক্টোবর: কাছাড়ের সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হলেন জেলাশাসক মৃদুল যাদব। মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় প্রতিনিধিদের সামনে ২০২৪ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশের ঘোষণা সহ এর বিশেষ সারসংক্ষেপের উন্মোচন করেন, যাতে করে ভোটার তালিকায় ভোটারদের সর্বশেষ যাবতীয় তথ্য সঠিক ও নির্ভুলভাবে প্রকাশিত হয়। আর এটা প্রশাসনের তরফে এক দৃঢ় প্রতিশ্রুতি বলেও সভাকে আশ্বস্ত করেন তিনি।
সভায় ভোটার তালিকার তথ্য যাতে শুদ্ধভাবে প্রকাশিত হয়, এজন্য আগামী দুইমাসে সংশোধনের যাবতীয় কাজ গুছিয়ে নিতে সংশ্লিষ্টদের বলেছেন জেলাশাসক। এসব কাজে প্রয়োজনীয় ফর্ম যেমন নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য ফর্ম ৬, ঠিকানা পরিবর্তন অথবা অন্যান্য সংশোধনীর ক্ষেত্রে ফর্ম ৮ এবং নাম কর্তনের জন্য ফর্ম নম্বর ৭ জনসাধারণের জন্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলেও জানান তিনি।
বক্তব্যের পরিসরে যাদব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের এও অবগত করেন যে, প্রত্যেক উপযুক্ত ভোটার পঞ্জীয়নভুক্ত হবেন। একজন নতুন ভোটারও যাতে বাদ না থাকেন, এর জন্য বুথ লেভেল আধিকারিক (বিএলও)- রা বাড়ি বাড়ি যাবেন। তাদের এই কাজে এলাকার জনসাধারণ যাতে পূর্ণ সহযোগিতা করেন, তারজন্যও উপস্থিত প্রতিনিধিদের ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
জেলাশাসক বলেন, আগামী নভেম্বর মাসের ৯, ১০, ১৬ ও ১৭ তারিখে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে বিশেষ ভোটার শিবির বসবে। এসব কেন্দ্রে নিজ নিজ এলাকার ভোটার তাদের ভোট সংক্রান্ত যাবতীয় সমস্যার সুরাহা করতে পারবেন।
সভায় অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) ভান লাল লিম্পুইয়া নাম্পুই, নির্বাচন আধিকারিক মেসি টপনো সহ জেলার সাত বিধানসভা এলাকার নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা সবাই জেলায় সুষ্টু, অবাধ ও নিরপেক্ষ ভোটদানের প্রক্রিয়া বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের অবহিত করেন। জনগণকে নির্বাচন বিষয়ে উৎসাহিত করতে জেলার নির্বাচনী কার্যালয় নির্বাচন সংক্রান্ত আপডেট সামাজিক মাধ্যমে নিয়মিত প্রদান করবে বলেও জানান তিনি।