NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
বিতর্কিত মন্তব্যের জন্য আজমলের বিরুদ্ধে মামলা করবেন বিজেপি নেত্রী
গুয়াহাটি, ৩ ডিসেম্বর : এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের মন্তব্যে সারা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, সাম্প্রদায়িক মন্তব্য করে আজমল রাজনীতির চর্চায় থাকার চেষ্টা করছেন। এমনকি সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই এ ব্যাপারে কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে।
বিজেপি অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আজমলের মাথায় বিকৃতি ঘটেছে। তিনি হিন্দু সমাজের সঙ্গে গোটা নারী জাতিকে অপমান করেছেন। ভারতের মতো পবিত্র ভূমিতে থেকে নারী জাতি সম্পর্কে এমন মন্তব্য লজ্জাজনক ও নিন্দনীয়। একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য শোভা পায় না। তাঁর উচিত সমাজকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাওয়া। মুন বলেন, নারী জাতির জন্য কাজ করে আসা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সম্বন্ধেও তাঁর কিছু বলা সাজে না। হিন্দু সমাজের সম্পর্কে কিছু বলার আগে তাঁর নিজের সমাজের নিকৃষ্ট কাণ্ডগুলো বন্ধ করার আহ্বয়ান জানান। কারণ ড্রাগস মাফিয়া সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে মুসলমান ধর্মের লোক বেশি জড়িত বলেও উল্লেখ করেন স্বর্ণকার।
তিনি এ দিন হুমকি দিয়ে বলেন, ক্ষমতা থাকলে বদরুদ্দিন তিনজন ইউডিএফ বিধায়ক থাকা হাইলাকান্দি জেলায় এখন এসে দেখান। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি তাঁকে শীঘ্রই কারাগারে পাঠানোর দাবিও জানান মুন। আজমলের বিরুদ্ধে তিনি এজাহার দাখিল করবেন বলেও এ দিন হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার আজমল বলেছেন, হিন্দু পুরুষরা ৪০ বছর পর্যন্ত অবৈধ সম্পর্ক রাখেন।