NE UpdatesAnalyticsBreaking News
বাসচালকদের ১০ হাজার টাকা দেবে হিমন্ত সরকার, পূজারিদের ১৫ হাজার
২০ আগস্ট : হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন বর্তমান সরকারের ১০০ বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু মূল্যবান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর শুক্রবার সাংবাদিক বৈঠক করে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি জানান, অরুণোদয় প্রকল্পের অর্থ আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের ৮৩০ টাকার এ বার অরুণোদয় প্রকল্পে দেওয়া হবে ১০০০ টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, গত তিন মাস ধরে লকডাউন চলতে থাকায় আন্তঃরাজ্য চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যাত্রীবাস এক জেলা থেকে অন্য জেলায় যেমন যেতে পারছে না, তেমনি দূরপাল্লার বাস পরিষেবাও বন্ধ রয়েছে। জেলার মধ্যে চলাচলকারী অটোরিকশা বা অন্য ছোট গাড়ি কিছু রোজগার করতে পারলেও এই বাসচালকরা পরিবার নিয়ে কঠিন সমস্যায় পড়েছে। এই পরিস্থিতিতে অসহায় বাস চালকদের সহায়তার জন্য সরকার ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে। তিনি বলেন, সংক্রান্ত একটি পোর্টাল খুব শীঘ্রই তৈরি করা হবে। চালকদের ওই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। তিনি আশাপ্রকাশ করে বলেন, এই সিদ্ধান্তে ৬০ হাজার মানুষ উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বিভিন্ন মন্দিরের পূজারী ও নামঘরে যারা থাকেন, তাঁদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তিনি এও বলেছেন, গত কয়েক মাস ধরে মন্দির বা অন্য ধর্মীয় স্থান বন্ধ থাকায় পূজারিদের রুজি-রোজগার একেবারেই বন্ধ। এই পরিস্থিতিতে তাঁদের আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।