CultureBreaking News
বার্ষিক অনুষ্ঠান ঘিরে ছন্দনীড়ের প্রতিযোগিতা ২৫ ডিসেম্বর
২২ ডিসেম্বর : শিলচরের ছন্দনীড় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বার্ষিক অনুষ্ঠান আগামী ৬ জানুয়ারি, রবিবার বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর। এতে রয়েছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, নজরুল গীতি ও নজরুল নৃত্য। এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে পার্ক রোড সঙ্গীত বিদ্যালয়ে।
মোট চারটি বিভাগে প্রতিযোগিতা হবে। শিশু বিভাগটি নার্সারি থেকে প্রথম শ্রেণি পর্যন্ত। ‘ক’ বিভাগ দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, ‘খ’ বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি এবং ‘গ’ বিভাগ দশম শ্রেণির উর্ধ্বে। নাচের দুটি প্রতিযোগিতা শুরু হবে সকাল সাড়ে ন’টা থেকে। প্রতিযোগীদের মোবাইলে নাচের গানটি নিয়ে আসতে হবে।
এ দিকে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতির প্রতিযোগিতা শুরু হবে বেলা দুটো থেকে। প্রতিযোগীদের নিজস্ব তবলা ও বাদক সঙ্গে নিয়ে আসতে হবে। ছন্দনীড় কর্তৃপক্ষ জানিয়েছেন, নাচ ও গান নির্দিষ্ট নয়। প্রতিযোগীরা বয়স অনুযায়ী নিজেদের ইচ্ছেমতো যে কোনও নাচ ও গান করতে পারবেন। সব ক্ষেত্রে বিচারকদের রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রসঙ্গত, ছন্দনীড় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিলচরের একটি অগ্রগণ্য শিক্ষা কেন্দ্র। এখানে কত্থক, রবীন্দ্র, নজরুল নৃত্য ছাড়াও শাস্ত্রীয় সঙ্গীত ও অঙ্কন কলা শেখানো হয়।