India & World UpdatesSportsBreaking News

বাদ রাজীব গান্ধীর নাম, এখন খেলরত্ন পুরস্কার ধ্যানচাঁদের নামে

৬ আগস্ট : খেলরত্ন পুরস্কার এখন আর রাজীব গান্ধীর নামে নয়। ভারতীয় খেলোয়াড়দের সর্বোচ্চ সম্মান এ বার দেওয়া হবে হকির জাদুকর ধ্যানচাঁদের নামে। শুক্রবার এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী টুইট করে জানালেন, সারা দেশ থেকে তাঁর কাছে আবেদন আসছে ভারতীয় ক্রীড়াবিদদের সর্বোচ্চ সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হকির জাদুকর মেজর ধ্যান চাঁদের নামে রাখার জন্য। তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবার থেকে খেলরত্ন পুরস্কার ধ্যান চাঁদের নামে করা হচ্ছে।

ভারতীয় হকি দল ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে পদক ঘরে তুলেছে। পদক না জিতলেও ৪১ বছর পর অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছে মহিলা হকি দল। দলগত ইভেন্টে ভারতকে গর্বের সিংহাসনে বসিয়েছেন মনপ্রীত সিং-রানি রামপালরা। তাঁদের সাফল্যে গর্বিত গোটা দেশ। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হকির সাফল্য দেশবাসীর সঙ্গে ভাগ করে নিতে বিরাট ঘোষণা করলেন শুক্রবার। টুইটে মোদি লিখেছেন, অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের খেলায় সবাই অভিভূত। বিশেষ করে হকিতে আমাদের ছেলে-মেয়েরা যে ইচ্ছাশক্তি দেখিয়েছে, জয়ের জন্য অদম্য চেষ্টা করেছে তা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য বিরাট অনুপ্রেরণা।

তিনি আরও লেখেন, দেশকে গর্বিত করার মুহূর্তে দেশবাসীর আগ্রহকে সামনে রেখে খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে সমর্পণ করছি।। সবার ভাবনাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করা হবে এ বার থেকে। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হকির জাদুকর তথা ভারতের কিংবদন্তী ক্রীড়াবিদের নামে রাখায় অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker