NE UpdatesAnalyticsBreaking News
বাজেট বিতর্কে মাত্র ২ মিনিট সময় ! চর্চায় বিধায়ক অখিল গগৈ
১১ জুলাই : বাজেট বিতর্কে বিধানসভায় কতক্ষণ ভাষণ দেওয়ার সুযোগ পাবেন বিধায়ক অখিল গগৈ ? এ প্রশ্ন নিয়ে তাঁর অনুগামী ও দলের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলছেন দু’ মিনিট। আবার বিধানসভার অধ্যক্ষ বলেছেন ৫ মিনিট। এর মধ্যে অখিল গগৈ দাবি তুলেছেন, বাজেট যেহেতু শাসক দল প্রস্তুত করবেন, তাই বাজেট বিতর্কে ভুল-ত্রুটি আঙুল দিয়ে দেখানোর জন্য শাসক দলের বিধায়কদের তুলনায় বিরোধী বিধায়কদের বেশি বলার সুযোগ দেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ১২ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত পঞ্চদশ আসাম বিধানসভার প্রথম বাজেট অধিবেশন বসবে। এই বাজেট অধিবেশনের জন্য অন্য বিধায়কদের সঙ্গে একেবারে তৈরি হয়ে রয়েছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ইতিমধ্যে তিনি ডিজিটাল কার্ড গ্রহণ করেছেন। আসাম বিধানসভা সচিবালয় এই প্রথমবার বিধায়কদের ডিজিটাল কার্ড প্রদান করেছে। বিধানসভার ভেতরে প্রবেশ করার জন্য এই কার্ড বাধ্যতামূলক। অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি দায়িত্ব নিয়ে বিধানসভায় নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছেন।
এ বার বাগ্মী অখিল গগৈ প্রথমবার বিধানসভায় যাওয়ায় তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উতসাহ রয়েছে। কারণ তাঁকে এক প্রতিবাদী সত্ত্বা হিসেবেই দেখা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, নির্দল বিধায়ক হিসেবে অখিল গগৈ ২ মিনিটের বেশি সময় কোনওভাবেই পাবেন না। তিনি এও বলেছেন, বাজেট অধিবেশনে বিজেপি বিধায়করা মোট ২ ঘণ্টা এবং কংগ্রেস সহ অন্যরা ১ ঘণ্টা বক্তব্য রাখার সুযোগ পাবেন। কিন্তু মাত্র ২ মিনিট সময়ের মধ্যে অখিল গগৈ তাঁর কথা কীভাবে তুলে ধরবেন, তা নিয়ে চিন্তায় তাঁর অনুগামীরা।