Barak UpdatesAnalyticsBreaking News
বাংলা সাহিত্য সভার শিলচর শাখা পুনর্গঠন
ওয়ে টু বরাক, ১৩ আগস্ট : বাংলা সাহিত্য সভা অসম-এর শিলচর শাখা পুনর্গঠন করা হয়েছে। রবিবার শিলচর হাসপাতাল রোডের মা ভবনে অনুষ্ঠিত সভায় এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর সভাপতি পুনরায় মনোনীত হয়েছেন সমর বিজয় চক্রবর্তী। দুজন সহ-সভাপতি হলেন ড. আনন্দচন্দ্র ঘোষ ও শঙ্কর দাস। এ বার সাধারণ সম্পাদক হয়েছেন সংহিতা দত্ত চৌধুরী। এছাড়া
সহ-সাধারণ সম্পাদক দুজন হচ্ছেন ড. বিনয় পাল ও অরিন্দম চৌধুরী। যুগ্ম সম্পাদক করা হয়েছে মিঠুন রায় ও ড. জয়শ্রী দে-কে। কোষাধ্যক্ষ হন অনিমেষ দে। অন্যান্য পদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চক্রবর্তী, প্রচার সচিব অনির্বাণজ্যোতি গুপ্ত এবং সামাজিক মাধ্যমের দায়িত্বে অভিজিৎ দে। আইনি উপদেষ্টা শুদ্ধসত্ব চৌধুরী।
এই কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সুব্রত দে, বিমলেন্দু সিনহা, ড. হিমাশিস ভট্টাচার্য, অশোক বার্মা, বুদ্ধদেব চৌধুরী ও শতদল ভট্টাচার্য। পৃষ্ঠপোষক হলেন রুদ্রনারায়ণ গুপ্ত, দেবজ্যোতি স্বামী, বিবেক পোদ্দার, দিব্যেন্দু দে, ডাঃ সম্বুদ্ধ ধর ও ডাঃ ভাস্করকান্তি নাথ।
কার্যকরী সহযাত্রী হিসেবে রয়েছেন ড. ইন্দ্রাণী ভট্টাচার্য, কল্যাণী দাম, পার্থ দাস, সর্বাণী ভট্টাচার্য, প্রিয়তনু গোস্বামী, রুমলি চক্রবর্তী, অরিজিৎ গোস্বামী, সঞ্জয় দে ও সুমিতা ভট্টাচার্য। বিদ্যায়তনিক সমিতিতে রয়েছেন দেবযানী ভট্টাচার্য, উজ্জ্বলেন্দু দাস, ড. অনুরূপা ভট্টাচার্য, রূপালি অধিকারী ও দীপান্বিতা পাল।