Barak UpdatesBreaking News
বাংলাদেশি মুসলিমরা স্থান পেয়েছে তালিকায়, এনআরসি-র রি-ভেরিফিকেশন চেয়ে মন্তব্য আম্বেকরের
২ সেপ্টেম্বর : এনআরসি-র রি-ভেরিফিকেশন দাবি করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার কেন্দ্রীয়ভাবে সংগঠনের এই দাবির কথা জানিয়ে দেন পরিষদের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক সুনীল আম্বেকর। শিলচর জিসি কলেজ কনফারেন্স হলে রবিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি।
বলেন, একটা নির্ভুল নাগরিকপঞ্জি চেয়েছিলেন দেশবাসী। এই দেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম বিতাড়নই ছিল মুখ্য। কিন্তু সাংবিধানিক ব্যবস্থার অবমাননা করে দেশ বিভাজনে নির্যাতনের শিকার লক্ষ লক্ষ হিন্দু বাঙালি ও প্রকৃত ভারতীয়ের নাম কাটা পড়েছে এনআরসি থেকে। অন্যদিকে অবৈধ নথি দিয়ে বাংলাদেশি মুসলিমরা দিব্যি স্থান পেয়ে গেছে নাগরিকপঞ্জিতে। তবে বিদ্যার্থী পরিষদ তা বরদাস্ত করবে না।
ভুলে ভরা এনআরসি কি কাজের, প্রশ্ন তুলেন তিনি। দাবি করেন রি-ভেরিফিকেশনের। তাঁর কথায়, অনুপ্রবেশকারী আর শরণার্থীর মধ্যে ফারাক নির্ধারণে পুরোপুরি ব্যর্থ এই এনআরসি। ফলে বিদ্যার্থী পরিষদ দাবি আদায়ে আইনি পথে হাঁটছে বলে সাফ মন্তব্য করেন আম্বেকর। স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকপঞ্জির সঠিক নবায়ন নিয়ে বরাকবাসী যে আন্দোলোন চালিয়ে যাচ্ছেন, তাতে সক্রিয় সমর্থন রয়েছে বিদ্যার্থী পরিষদের।