Barak UpdatesAnalyticsBreaking News
বহু প্রতীক্ষিত দুটি নতুন রাস্তা রবিবার উদ্বোধন করবেন দীপায়ন
ওয়ে টু বরাক, ২৫ মার্চ : স্বাধীনতার পর বহু প্রতীক্ষিত তারাপুর এবং রামনগর জিপির দুটি নবনির্মিত রাস্তা উদ্বোধন হচ্ছে রবিবার। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিশেষ তৎপরতায় রাজ্য সরকারের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল অর্থাৎ আরআইডিএফ এর অধীনে সম্পন্ন হওয়া পূর্ত বিভাগের দুটি রাস্তার কাজের উদ্বোধন করবেন শিলচরের বিধায়ক নিজেই।
তারাপুর জিপির অধীনে দাসপাড়া থেকে মজুমদার বাজার পর্যন্ত সম্পন্ন হওয়া পূর্ত বিভাগের রাস্তার প্রথম কাজটি সকাল দশটায় উদ্বোধন করবেন বিধায়ক। এরপর বিকেল তিনটায় রামনগর জিপির অধীনে রামনগর থেকে মারুচিং এনএইচ ৩৭ এর দ্বিতীয় রাস্তার কাজটি উদ্বোধন করবেন তিনি। উপস্থিত থাকবেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাও।
উল্লেখ্য, বিধায়ক নির্বাচিত হওয়ার পর পাঁচটি রাস্তা নির্মাণ করার উদ্দেশ্যে প্রস্তাব দিয়েছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। যা আরইডিএফ এর অধীনে ১০ কোটি টাকার মঞ্জুরি লাভ করে। বিশেষ করে স্বাধীনতার পর তারাপুর জিপির দাসপাড়া থেকে মজুমদার বাজার পর্যন্ত উন্নত মানের কোনও রাস্তা সুবিধা উপভোগ করা থেকে বঞ্চিত ছিলেন জনগণ। এলাকাবাসীর আবেদনের সাড়া দিয়ে বিষয়টির গুরুত্ব চিন্তা করে এই প্রথমবারের মতো এই রাস্তা নির্মাণ করতে উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক, যা সম্পন্ন হওয়ার পর বিধায়কের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে।