Barak UpdatesAnalyticsBreaking News
বনধ বিরোধিতা সরকারের, কড়া নির্দেশ ডিসি-এসপিদেরGovt. against bandh, DC-SP served strict orders
২ নভেম্বরঃ গেরুয়া সংগঠনগুলির জোট শনিবারের বনধে প্রধান শরিক। বিজেপি তাতে সমর্থন জানিয়েছে। তার পরও রাজ্য সরকার বনধ বিরোধিতায় সক্রিয় হয়ে উঠেছে। জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, অফিস-আদালত, স্কুল-কলেজ যেন যথারীতি চলে। কেউ তাতে বাধা দিলে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। দোকানপাট, গাড়িরিকশার ক্ষেত্রেও একই কথা। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতেও নির্দেশ পাঠানো হয়েছে।
November 2: The saffron brigade has given full support to the bandh convened on Saturday. Surprisingly enough, BJP too has given its support to this bandh. Inspite of that, the state government is up and doing to suppress the bandh with a strong hand. The District Commissioners and Police Supers were directed to ensure that office, courts, schools and colleges are functioning normally. It was even stated that stringent measures are to be adopted if anybody tries to disrupt normal life. Direction was also given to ensure vehicular movement of traffic and normal functioning of business establishments.