NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News

বদলি কীর্তি জল্লি, কাছাড়ের নয়া জেলাশাসক রোহন কুমার ঝা

১২ জুলাই : বন্যার রেশ কাটতে না কাটতেই বদলি হয়ে গেলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। বলা যায়, কামরূপের জেলাশাসক পদে তুলে নিয়ে গিয়ে সরকার পুরস্কৃতই করল তাঁকে৷ কাছাড়ের নয়া জেলাশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন রোহন কুমার ঝা। তিনি এতদিন হাইলাকান্দির জেলাশাসক হিসেবে দায়িত্বভার সামলেছেন। কীর্তি জল্লিকে কামরূপের জেলাশাসকের পাশাপাশি গুয়াহাটি বায়োটেক পার্ক ও আসাম বায়োটেকনোলজি কাউন্সিলের চিফ এক্সিকিউটিভেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

Rananuj

এ দিকে নগাঁওয়ের জেলাশাসক হিভারে নিসর্গ গৌতমকে হাইলাকান্দিতে বদলি করা হয়েছে। গৌতম আগে অতিরিক্ত জেলাশাসক পদে বরাক উপত্যকায় কাজ করেছেন৷ রাজ্যপালের আদেশক্রমে আসাম সরকারের পার্সোনাল বিভাগের যুগ্ম সচিব সৈয়দ জাহিদ চিস্তি আজ এক বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানিয়েছেন। কাছাড় ও হাইলাকান্দি ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker