NE UpdatesAnalyticsBreaking News
ফেব্রুয়ারিতে বিধানসভায় উত্থাপন হবে বহুবিবাহ বিরোধী বিল : হিমন্ত
গুয়াহাটি, ১৬ ডিসেম্বর : বহুবিবাহ বিরোধী বিলটি আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আসাম বিধানসভার অধিবেশনে উত্থাপন করা হবে। নতুন দিল্লির অসম ভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে গত কয়েক মাস ধরে আলোচনার শেষে এই বহুবিবাহ বিরোধী বিলটি প্রস্তুত করা হয়েছে। একাধিকবার বিবাহ করার প্রথা নিষিদ্ধ করার প্রস্তাবিত আইনটির ওপর মতামত চেয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ১৪৯টি পরামর্শ লাভ করেছিল। এর মধ্যে ১৪৬ টি পরামর্শ বিলটির পক্ষে ছিল এবং তিনটি সংগঠন এই বিলের বিরোধিতা করেছে। রাজ্যে লাভ জিহাদ বন্ধ করার উদ্দেশ্যে বিলটিতে কিছু বিষয় সন্নিবিষ্ট করা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন।
উল্লেখ্য রবিবার সন্ধ্যা থেকে নতুন দিল্লিতে ঘাঁটি গেড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই সফরে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গোয়েন্দা শাখার সঞ্চালক তপন কুমার ডেকা এবং এনআই-এর সঞ্চালক প্রধান দিনকর গুপ্তার সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করেছেন। দুটি কেন্দ্রীয় সংস্থার প্রধানের সঙ্গে তিনি রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বর্তমানে উত্তর-পূর্ব পরিক্রমা বিভাগের উপদেষ্টা হিসেবে কর্মরত আইবির প্রাক্তন বিশেষ সঞ্চালক একে মিশ্রও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।