India & World UpdatesBreaking News

দেশে অনুপ্রবেশকারী সবথেকে বেশি পশ্চিমবঙ্গে
Most of the infiltrators in the country are in West Bengal: MHA

২৫ জুলাই : অনুপ্রবেশকারীর সংখ্যা সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ১০ হাজারেরও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই ধৃতের সংখ্যা সবচেয়ে বেশি, ৯৭০২। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লোকসভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Rananuj

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত কয়েক বছরে ইন্দো-বাংলা সীমান্ত দিয়ে এ দেশে আসা হাজার হাজার অনুপ্রবেশকারী ধরা পড়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে ধরা পড়ে ৩৬৯ জন অনুপ্রবেশকারী। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৯০০, ২০১৭ সালে ৯৯২, ২০১৬ সালে ১৮৭৫, ২০১৫ সালে ৩২৯৬ এবং ২০১৪ সালে ২২৬০। তুলনামূলকভাবে ২০১৪-র জানুয়ারি থেকে ২০১৯-এর জুন পর্যন্ত আসামে ধরা পড়েছে ৫৯ জন।

এদিকে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের প্রতিটি প্রান্ত থেকে অনুপ্রবেশকারী খুঁজে বের করা হবে। তাদের খুঁজে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বের করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker