Barak Updates
প্রতিষ্ঠা দিবসে বিশ্ব হিন্দু পরিষদের বাইক র্যালি শিলচরে
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটি। এ উপলক্ষে রবিবার সকালে গান্ধীবাগ থেকে এক শোভাযাত্রা শিলচর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। গান্ধীবাগ থেকে শুরু হয় এই শোভাযাত্রা জানিগঞ্জ, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, মেহেরপুর ও ঘুঙুর হয়ে এসে শেষ হয় শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের গোবিন্দ বাড়িতে। এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক মোটরবাইক এবং গাড়ি সহযোগে বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা অংশ নেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া হিন্দুদের নানা ভাষা নানা মত ও নানা পরিধানের মধ্যে মহামিলনের বার্তা ছড়িয়ে দিয়ে এক সুদৃঢ় সমাজ গড়ে তুলতেই মূলত এই শোভাযাত্রার আয়োজন করে পরিষদ। পাশাপাশি হিন্দুদের মধ্যে ধর্ম ও সংস্কৃতির প্রতি নিষ্ঠাবোধ জাগ্রত করে নৈতিকতা ও আধ্যাত্মিক জীবনবোধের সুরক্ষা দেওয়ার লক্ষ্যও রয়েছে পরিষদের।
এ ব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদের শিলচর জেলা সম্পাদক গোপাল ভট্টাচার্য বলেন, জনসেবার লক্ষ্য ও আদর্শ নিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয়েছিল। বহু বছর ধরে এই উদ্দেশ্য নিয়েই কাজ করে চলেছে পরিষদ। তিনি বলেন, প্রতিষ্ঠা দিবস পালন করতে বিভিন্ন পূজার্চনার পাশাপাশি এই শোভাযাত্রার আয়োজন করা হয়। তাছাড়া বিভিন্ন সময়ে শহরবাসী পরিষদকে নানাভাবে সহযোগিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
পরিষদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, গোমাতা পূজা, মহা আরতি, ধর্মসভা, ভজন কীর্তন, শ্রীকৃষ্ণের পূজা ইত্যাদি। তাছাড়া সোমবার সকাল আটটায় বাল্য ভোগ আরতিও থাকবে।