India & World UpdatesAnalyticsBreaking News
প্রকাশ কারাতের হাতে সিপিএম-এর রাশ
কলকাতা, ২৯ সেপ্টেম্বর : ইয়েচুরির পর কারাত। সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর সিপিএম-এর সাধারণ সম্পাদক পদটি খালি ছিল। কাকে বসানো হবে, এ নিয়ে চলছিল জল্পনা। এ প্রসঙ্গে বৃন্দা কারাত ও মানিক সরকারের নামও উঠে আসে। কিন্তু সব জল্পনা উড়িয়ে কেন্দ্রীয় কমিটি দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের ওপরই আস্থা রাখল। কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে কারাতকে নতুন সাধারণ সম্পাদকের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়।
আগামী বছর এপ্রিল-মে মাসে সিপিএমের পার্টি কংগ্রেস। সেখানেই পরবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী একজন তিনবারের বেশি অর্থাৎ সর্বাধিক নয় বছর সাধারণ সম্পাদক থাকতে পারেন। আগামী বছর ইয়েচুরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু একবছর আগেই ইয়েচুরির মৃত্যু হওয়ায় দলের কাজ চালাতে সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই প্রকাশ কারাটকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হল।