India & World UpdatesBreaking News
পৃথিবীর মায়া কাটালেন হাসির রাজাComedy king Kader Khan no more
১ জানুয়ারি : সেই হাসিটা শেষমেশ থেমেই গেল। প্রয়াত হলেন পর্দায় হাসির হুল্লোড় তোলা বিশিষ্ট অভিনেতা তথা কাহিনিকার কাদের খান। দীর্ঘ রোগভোগের পর বছরের শেষ দিনে সন্ধ্যে ৬টায় ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর ছেলে সরফরাজ খান সংবাদ সংস্থাকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘’আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘ রোগভোগের পর ৮১ বছর বয়সে কানাডার এক হাসপাতালে তিনি মারা যান। বিকেলেই তিনি কোমায় চলে গিয়েছিলেন। গত ১৬-১৭ সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ছিলেন।“ তিনি আরও জানান, তাদের পুরো পরিবার কানাডায় রয়েছেন। ফলে কানাডাতেই তাঁকে সমাধিস্থ করা হবে।
এর দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় কাদের খানের মৃত্যুর খবর প্রচার হয়েছিল। সে সময় তাঁর ছেলে সরফরাজ জানিয়েছিলেন, বাবা হাসপাতালে ভর্তি থাকলেও আগের তুলনায় সুস্থ রয়েছেন। চিকিতসায়ও সাড়া দিচ্ছেন। কিন্তু এর একদিন পরই তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান।
বেশ কয়েকবছর আগে অভিনয় জগত থেকে ছুটি নিয়েছেন কাদের খান৷ তারপরই দেশ ছেড়ে কানাডায় ছেলে সরফরাজ এবং পুত্রবধূ সহিস্তার সঙ্গে ছিলেন। ২০১৭-তে একবার অসুস্থ হয়ে পড়েন। ওই সময় থেকেই হাঁটতে চলতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয়। শুধু তাই নয়, তারপর থেকে কারও সাহায্য ছাড়া তিনি হাঁটাচলা করতে পারতেন না৷ কয়েকদিন আগে তাই হাঁটুতে একটি অস্ত্রোপচার হয় তাঁর৷ প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসি নামে একটি দুরারোগ্য রোগে ভুগছিলেন অভিনেতা৷ সঙ্গে ছিল ডায়াবেটিস৷ এছাড়াও বার্ধক্যজনিত আরও কিছু রোগ ছিল। ইদানীং কিছু মনে রাখতেও পারছিলেন না৷ দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তাঁর৷ সব মিলিয়ে গত সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।