NE UpdatesAnalyticsBreaking News

পুজোর দিনগুলোতে ৮৪৩টি দুর্ঘটনা রাজ্যে

গুয়াহাটি, ১৫ অক্টোবর : শারদীয়া পুজো সহ গত এক সপ্তাহে রাজ্যে মোট ৮৪৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিনে এই হিসেব সামনে এসেছে। পরিষেবার সূত্র জানায়, তারা গত ৬ দিনে সড়ক দুর্ঘটনায় আহতদের মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছেন।

এ দিকে, এই ৬ দিনে বরাক উপত্যকায় মোট ৫৫টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে কাছাড়ে ৩৮টি, হাইলাকান্দিতে ৮টি এবং করিমগঞ্জ জেলায় ৯টি দুর্ঘটনা ঘটেছে। জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটেছে শোণিতপুর জেলায়, সর্বোচ্চ ৬৬টি। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ শালমারায়, মাত্র দুটি।

জেলাভিত্তিক পরিসংখ্যানে বলা হয়েছে, বাকসায় ১৪টি, বরপেটায় ৩৩টি, বঙ্গাইগাঁওয়ে ৩৮টি, চরাইদেওয়ে ৮টি, চিরাংয়ে ১৪টি, দরংয়ে ২৬টি, ধেমাজিতে ২৭টি, ধুবড়িতে ১৮টি, ডিব্রুগড়ে ৪৬টি, ডিমাহাসাওয়ে ৪টি, পূর্ব কার্বি আংলংয়ে ১৮টি, গোয়ালপাড়ায় ২৮টি, যোরহাটে ৩৩টি, কামরূপ মেট্রো ৫৪টি, কামরূপ রুরাল ৬০টি, কোকরাঝাড়ে ১৩টি, লখিমপুরে ২৯টি, মাজুলিতে ৭টি, মরিগাঁওয়ে ২৬টি, নগাঁওয়ে ৫২টি, নলবাড়িতে ৩৪টি, শিবসাগরে ৮টি, তিনসুকিয়াতে ৪৪টি, উদালগুড়িতে ২৮টি এবং পশ্চিম কাৰ্বি আংলংয়ে ৭টি দুর্ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker