India & World UpdatesBreaking News
পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর চৌধুরী
২৭ জুলাই : লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হওয়ার পর এ বার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন অধীর চৌধুরী। সাধারণত লোকসভার প্রধান বিরোধী দলের নেতাই পিএসি চেয়ারম্যান হন। কিন্তু সপ্তদশ লোকসভায় প্রয়োজনীয় সংখ্যক সাংসদ না থাকায় কংগ্রেস বিরোধী দলনেতার পদটি পায়নি। তাসত্ত্বেও অধীর চৌধুরীকে পিএসি চেয়ারম্যান নিয়োগ করলেন স্পিকার ওম বিড়লা।
লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হওয়ার পর সোনিয়া গান্ধী নিজেই পিএসি চেয়ারম্যানের জন্য স্পিকারের কাছে অধীর চৌধুরীর নাম সুপারিশ করেছিলেন। তবে এই পদের জন্য আরও কয়েকজন সাংসদ মনোনয়ন দাখিল করেছিলেন। স্পিকার শেষ পর্যন্ত অধীর চৌধুরীকেই এই পদের জন্য বেছে নেন। এবারের পাবলিক একাউন্টস কমিটিতে মোট ২২ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে ১৫ জন লোকসভার সদস্য এবং ৭ জন রাজ্যসভার সদস্য। লোকসভার ১৫ জন সদস্যের মধ্যে ৯ জনই বিজেপির। বাকি ৬ জন সদস্যের মধ্যে একজন করে বিজেপির জোটসঙ্গী শিবসেনা ও জেডিইউ-র সাংসদ। একজন করে সাংসদ রয়েছেন বিজেপি ঘেঁষা ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও বিজেডির। বাকি একজন সাংসদ কংগ্রেসের ও একজন ডিএমকে-র।