Barak UpdatesIndia & World UpdatesBreaking News
পশ্চিমবঙ্গ : ২০০-র বেশি আসনে এগিয়ে তৃণমূল
২ মে ঃ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গ ভোটের ফলাফলে ২০০ আসন পেলে নিশ্চিন্তে সরকার গড়তে পারবেন তিনি। দিনের শেষে কী হবে, তা বলা মুশকিল। কিন্তু প্রথম কয়েক রাউন্ড পর গোটা রাজ্যে ২০২টি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। ৮৩টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে ভোট হয়নি। বাম, কংগ্রেস বা সংযুক্ত মোর্চার কোনও প্রার্থীই কোথাও এগিয়ে নেই।
এ দিন সকালে ভোট গণনা শুরু হওয়ার পর পোস্টাল ব্য়ালটের গণনায় দু’ দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। আশাবাদী হয়ে পড়েছিল গেরুয়া শিবির। কিন্তু তার পর ইভিএমে ভোট গণনা যত এগিয়েছে, তৃণমূলের ব্য়বধানও তত বেড়েছে। রাজ্য়ে প্রচারে এসে নরেন্দ্র মোদি- অমিত শাহরা জোর গলায় দাবি করেছিলেন, এবার বিজেপি ২০০ আসন পাচ্ছেই। উল্টো দিকে, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বিজেপি তিন অঙ্কের আসনে পৌঁছবে না। তবে তৃণমূল ২০০-র বেশি আসনে এগিয়ে যাওয়ার পরেও এখনও হাল ছাড়তে নারাজ বিজেপি নেতারা। এখনও তাঁরা দাবি করছেন, দিনের শেষে ছবিটা উল্টে যাবে!