Barak UpdatesBreaking News
আলফার দাবি, পরেশ বরুয়া অক্ষত, সরকার নীরবULFA demands Paresh Baruah alive, Govt silent
৭ নভেম্বর : চিন মায়ান্মার সীমান্তে সড়ক দুর্ঘটনায় আলফার সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার মৃত্যু হয়েছে বলে এক সংবাদকে ঘিরে দিনঘর মিডিয়ায় চর্চা চললেও ভারত সরকার নীরবতা পালন করে চলেছে। ভারতীয় গোয়েন্দাদের সূত্রে মৃত্যুর খবর জানার কথা লেখা হলেও স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রক টু শব্দ করছে না। দুয়েকজন সাংবাদিক উচ্চপদস্থ বিভাগীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে নাম প্রকাশ না করার শর্তে সকলেরই এককথা, আমরাও শুনছি। কিন্তু প্রামাণ্য নথি মিলছে না। তবু চেষ্টা করা হচ্ছে, প্রকৃত তথ্য জানার জন্য। আলফা স্বাধীন এরই মধ্যে জানিয়ে দিয়েছে, মৃত্যুর খবর ভুয়ো। জঙ্গি সংগঠনের প্রচার বিভাগের সদস্য রোমেল অসম এক প্রেস বিবৃতিতে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুর খবর অস্বীকার করে বলেছেন, পরেশ বরুয়া অক্ষত রয়েছেন। মায়ান্মার সীমান্তে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি। আলফার পক্ষে এই মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে এক সড়ক দুর্ঘটনায় পরেশ বরুয়া জখম হন ও এরপর তাঁর মৃত্যু হয়েছে বলে এক গোয়েন্দা সূত্র দাবি করেছিলেন।