NE UpdatesAnalyticsBreaking News
পরিবহণ বিভাগের ২২৭৪ কর্মচারীকে ছাটাইয়ের নির্দেশ সরকারের
১৬ জুলাই : আসাম রাজ্য পরিবহণ নিগমের ২২৭৪ জন অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে ছাটাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আগামী ৬০ দিনের মধ্যে এদের ছাটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির কার্যকালে এই নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এখন অবশ্য পরিবহণ বিভাগের নতুন দায়িত্ব নিয়েছেন বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, নীতি বহির্ভুত নিয়োগের জন্য রাজ্যের পরিবহণ নিগমের পরিচালন সঞ্চালককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে রাজ্য সরকার। গত ২৭ জুন পরিচালন সঞ্চালক রাহুল দাসের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
এই বৈঠকের পরই দোষী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত তিন বছর ধরে সরকারের পক্ষ থেকে বেতন পেয়ে যাচ্ছিলেন অবৈধভাবে নিয়োগ পাওয়া এই কর্মচারীরা।