Barak UpdatesHappeningsBreaking News
মেঘালয়েও হিংসায় ১৬ জন আটক, ডিজিপির উদ্যোগে শান্তি বৈঠক
শিলং, ৬ মে ঃ মণিপুরের হিংসার আঁচ এসে লাগল মেঘালয়ে। শিলঙের কাছে নংগ্রিম হিলস এলাকায় মিজো মরডেন স্কুলের পাশে কুকি ও মৈতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে এর সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেঘালয় সরকার স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করেছে। মেঘালয় পুলিশের পক্ষ থেকে সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, এই গোষ্ঠী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এদিকে, মেঘালয় পুলিশের পক্ষ থেকে সেখানে বসবাস করা কুকি ও মৈতেই সম্প্রদায়ের নেতা ও ছাত্রনেতাদের মধ্যে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। শিলঙের নংগ্রিম হিলের নাগাল্যান্ড কমিউনিটি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মেঘালয় পুলিশের ডিরেক্টর জেনারেল ড। এল আর বিষ্ণোই জানান, মণিপুর সংঘর্ষের ব্যাপারে মেঘালয়ে বসবাসরত দুই সম্প্রদায়ের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই। এই শান্তি বৈঠকের পরই দুই সম্প্রদায়ের নেতাদের মধ্যে করমর্দন করতেও দেখা গেছে।
ডিজিপি বিষ্ণোই সাংবাদিকদের বলেন, ইম্ফল ও মণিপুরের অন্যান্য স্থানে গত কয়েকদিনে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে শিলং ও মেঘালয়ের অন্যান্য স্থানে বসবাসকারী কুকি ও মৈতেইদের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য এই শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে।