Barak Updates

পঞ্চায়েত ডিলিমিটেশন : কমল শিলচর-সোনাইয়ে, বাড়ল বড়খলা-লক্ষীপুরে

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : পঞ্চায়েত নির্বাচনের জন্য ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের কাজ সমাপ্ত হয়েছে৷ মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, কাছাড় জেলায় গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েতের মোট সংখ্যায় কোনও হেরফের হয়নি৷ কিন্তু বিধানসভা কেন্দ্র হিসেবে অনেকটাই পরিবর্তন হয়েছে৷ লক্ষ্যণীয় পরিবর্তন হয়েছে শিলচর, সোনাই, বড়খলা ও লক্ষীপুরে৷

শিলচর বিধানসভা এলাকায় আগে ১১০টি জিপি ওয়ার্ড ও একটি আঞ্চলিক পঞ্চায়েত ছিল৷  আঞ্চলিক পঞ্চায়েত একটিই থাকছে, কিন্তু জিপি ওয়ার্ড কমে হয়েছে ৫০টি৷ লক্ষ্যণীয় হচ্ছে, এই বিধানসভায় জেলা পরিষদের আসন আগে ছিল দুটি, এখন কমে হয়েছে একটি৷

সোনাই বিধানসভা আসনে আগে পঞ্চায়েত ওয়ার্ডের সংখ্যা ছিল ২৪০, ডিলিমিটেশনের পর হয়েছে ১৮০টি৷ বড়খলা বিধানসভায় জিপি ওয়ার্ড ছিল ২১০টি, বেড়ে হয়েছে ৩০০টি৷ আসন বেড়েছে লক্ষীপুর বিধানসভায়ও৷ ডিলিমিটেশনের আগে-পরে সংখ্যাটি ছিল ক্রমে ২৬০ ও ৩১০৷ লক্ষীপুরে আঞ্চলিক পঞ্চায়েত অবশ্য ৪টি থেকে ৩টি হয়েছে৷

ধলাইয়ে ২৭০ থেকে বেড়ে হয়েছে ৩০০ জিপি ওয়ার্ড৷ কাটিগড়ায় ১০টি বেড়ে ২৬০ ওয়ার্ড হয়েছে৷ উধারবন্দে সীমানা বদল হলেও জিপি ওয়ার্ড (২২০) এবং জেলা পরিষদ (৪) আসন  সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি৷ তবে আগে ছিল একটি আঞ্চলিক পঞ্চায়েত, এখন হচ্ছে দুইটি৷ আগে আলগাপুর বিধানসভা আসনের ৬০টি জিপি ওয়ার্ড কাছাড় জেলার অধীনে ছিল৷ এখন অবশ্য জেলা ও জেলার বাইরের সীমানায় তালগোল পাকানোর ব্যাপার নেই৷ আলগাপুরের কোনও ওয়ার্ড এ বার আর কাছাড়ের হিসাবে নেই৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker