CultureBreaking News

নৃত্য-গীত গণেশ বন্দনায় অম্বিকাপুর পূর্বপাড়ায় শতবর্ষের পুজোর আয়োজন শুরু

১৭ এপ্রিলঃ একশ’ বছরের পুজোকে অনন্য করে তুলতে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটি। সোমবার সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা হয়। সঙ্গে ছিল এলাকার বাসিন্দাদের অংশগ্রহণে মজাদার সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ করে মহিলারা এতে যোগ দিয়ে এই আয়োজনকে আরও রোচক করে তুলেছিলেন।

সকালে গণেশ পুজো দিয়ে আচার-অনুষ্ঠান মেনে মাঙ্গলিক পর্ব হয়েছে। আবার বিকেলে ঢাকের বাদ্যি, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে একশ’ বছরের উদযাপন শুরু হয়। প্রথমেই পাড়ার এক শিশুশিল্পী সৃজনা দেব শাস্ত্রীয় গৌড়ীয় নৃত্যের ওপর গণেশ বন্দনা করে। এরপরে শ্রীকৃষ্ণ বন্দনা করে একটি নৃত্য উপহার দেয় প্রাচী নাথ। স্নেহা পুরকায়স্থের গিটার বাদনও সবার নজর কাড়ে।

এ দিন এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল মহিলাদের অংশগ্রহণে দিদি নম্বর ওয়ান প্রতিযোগিতা। অনেকটা টিভির শো-এর ধাঁচেই উদ্যোক্তারা এই পর্বকে সাজিয়েছিলেন। পাড়ার মেয়ে ও বিবাহিতরা তো ছিলেনই, সঙ্গে আশপাশের এলাকা থেকে মহিলারা এতে শামিল হয়েছেন। প্রতিযোগিতার শেষে প্রথম পুরস্কার পান সুচিত্রা দেব ও মৌসুমী রায়, দ্বিতীয় সোমা দাস ও দেবযানী রায় এবং তৃতীয় হয়েছেন মিতন রায় বৈশ্য ও দেবপ্রিয়া দেব।

সবশেষে ছিল গানের অনুষ্ঠান। এ দিন শতবর্ষের এই পুজোর সূচনালগ্নের সাংস্কৃতিক আয়োজনে গান শুনিয়েছেন শিলচরের বিশিষ্ট শিল্পীদের মধ্যে পরিমল পুরকায়স্থ, নীলাঞ্জন পাল ও বিক্রমজিত বাউলিয়া। বিক্রমজিতের গানের সঙ্গে মহিলাদের ধামাইল নাচ অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে দেয়। অনেকেই এতে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ দিন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শান্তনু স্বরূপ রায় ও শম্পা বণিক। প্রসঙ্গত একশ বছরের এই পুজো আয়োজনে গঠিত কমিটির এ বার সভাপতি অসমঞ্জ বিশ্বাস ও সম্পাদক তমাল কান্তি বণিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker