NE UpdatesAnalyticsBreaking News
নিজ নিজ ভাষার চর্চা হোক ভাষা গৌরব সপ্তাহে : মুখ্যমন্ত্রী
৩ নভেম্বর থেকে রাজ্যে শুরু সপ্তাহব্যাপী অনুষ্ঠান
গুয়াহাটি, ২৭ অক্টোবর : ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে পালন করা হবে ভাষা গৌরব সপ্তাহ। রবিবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ৩ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ক্যাবিনেট বৈঠকে অসমিয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। অসমিয়া ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার এই যাত্রা নিয়ে অসম প্রকাশন পরিষদ একটি সুন্দর টেকনিক্যাল রিপোর্ট তৈরি করেছে। এই রিপোর্টের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশিত হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, অসমীয়া ভাষার সঙ্গে মোট ১৪টি ভাষাকে বিভিন্ন পর্যায়ে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষা গৌরব সপ্তাহে প্রত্যেকে নিজ নিজ স্বীকৃত ভাষার চর্চা করতে পারবেন। এই সভা গুলোর মাধ্যমে অসমিয়াকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, এই সপ্তাহের মধ্যে যাতে কয়েক হাজার পত্র প্রধানমন্ত্রীকে পাঠানো যায় তার চেষ্টা করা হচ্ছে। ৩ নভেম্বর প্রত্যেক মন্ত্রী এক একটি জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর একটি সামাজিক অনুষ্ঠান হবে এবং এই অনুষ্ঠান সরকারি পর্যায়ে নয়, সাধারণ মানুষ নিজে থেকে করবেন। কারণ নির্বাচনী আচরণ বিধি থাকায় সরকারের পক্ষে কোন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। কিন্তু সামাজিক অনুষ্ঠান হলে তাতে কোনও অসুবিধা হবে না।