Barak UpdatesBreaking News
নাম-ঠিকানা নয়, অটোরিক্সার গায়ে ফোন নম্বর লেখার পক্ষে সংস্থাগুলো
১১ সেপ্টেম্বর : অটোরিক্সার বাইরে ও ভেতরে এর মালিকের নাম-ঠিকানা লিখে রাখার ব্যাপারে কাছাড় জেলা পরিবহণ বিভাগ যে নির্দেশ দিয়েছে, তাতে আপত্তি জানাল শিলচর অটোরিক্সা মালিক সংস্থা। বুধবার জেলা পরিবহণ আধিকারিকের মাধ্যমে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র দিয়ে সংস্থা তাদের আপত্তির কারণও ব্যাখ্যা করেছে।
এর পাশাপাশি এক সাংবাদিক বৈঠক করে শিলচর অটোরিক্সা সমন্বয় সমিতির পক্ষে বিকাশ ভট্টাচার্য বলেন, শহরে বিগত দিনে সাম্প্রদায়িক সুড়সুড়িমূলক দুটি ঘটনায় উন্মত্ত জনতার হাতে অটোরিক্সা জ্বলেছে। এখন অটোরিক্সার গায়ে নাম-ঠিকানা লেখা থাকলে এমন পরিস্থিতিতে ফের উন্মত্তদের রোষানলে পড়তে পারে অটরিক্সা। এ অবস্থায় অটোমালিক ও চালকদের তিনটি সংস্থার পক্ষে বিকাশবাবু বলেন, নাম-ঠিকানার বদলে টেলিফোন নম্বর লিখে রাখতে তাঁরা রাজি রয়েছেন। এতে প্রশাসনের উদ্দেশ্য সফল হবে বলে তিনি মনে করেন।
অন্যদিকে পুজোর মুখে রাস্তায় অটোরিক্সাগুলোকে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদ জানিয়েছে সংস্থাগুলো। এ দিন বিকাশবাবু বলেন, কাছাড়ের জেলাশাসক ট্রাফিক অ্যাডভাইসারি কমিটির সভায় অবৈধ গাড়িগুলো থেকে ১ কোটি টাকা জরিমানা আদায়ের যে নির্দেশ দিয়ে রেখেছেন, তাতে বেশিরভাগ শহরের অটোরিক্সাগুলোই ট্রাফিক পুলিশের রক্তচক্ষুর মুখে পড়ছে। সে তুলনায় অন্যান্য গাড়ি ততটা ভোগান্তির মুখে পড়ছে না। তিনি বলেন, ট্রাফিক আইন ভাঙলে জরিমানা আদায়ের বিপক্ষে তারা নন। তবে পুজোর মুখে অটোচালকদের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, জেলাশাসককে দেওয়া স্মারকপত্রে স্বাক্ষর করেছে শিলচর পিএমআরওয়াই অটোরিক্সা মালিক সংস্থা, শিলচর শহর অটোরিক্সা মালিক সংস্থা ও শিলচর অটোরিক্সা মালিক সংস্থা।