CultureBreaking News
নাদবৃন্দের শাস্ত্রীয় আসর ৩ ফেব্রুয়ারি, আসছেন একঝাঁক শিল্পী
১৩ জানুয়ারি : শাস্ত্রীয় সঙ্গীতের চর্চায় এ বারও বিশেষ উদ্যোগ নিয়েছে নাদবৃন্দ। আগামী ৩ ফেব্রুয়ারি বঙ্গভবনে বসছে শাস্ত্রীয় সঙ্গীতের আসর। নাদবৃন্দের আমন্ত্রণে এ বছরও আসছেন একঝাক তারকা। রবিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এই আয়োজনের কথা জানিয়ে দিলেন সভাপতি বাসুদেব ভট্টাচার্য, সম্পাদক প্রসেনজিত চৌধুরী সহ অন্যরা।
এ দিন বিকেল তিনটায় সমক্ষে শিক্ষা সমীক্ষা দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এতে নাদবৃন্দের ছাত্র ও প্রশিক্ষার্থীরা অংশ নেবেন। এরপরই থাকবে তারকা শিল্পীদের অনুষ্ঠান। এ বছর দু’জন বিশিষ্ট তবলিয়া উপস্থিত থাকবেন। এঁরা হলেন উজ্জ্বল ভারতী ও রোহেন বসু। আসছেন কণ্ঠশিল্পী অনল চট্টোপাধ্যায়, সরোদ বাদক দেবাঞ্জন ভট্টাচার্য, হারমোনিয়ম বাদক সনাতন গোস্বামী এবং বিশিষ্ট সারেঙ্গি বাদক পঙ্কজ মিশ্র।
আরও কয়েকজন নামি শিল্পীও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্যোক্তারা এই সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত প্রেমীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে সমরবিজয় চক্রবর্তী, অনুপম মণ্ডল প্রমুখ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।